পূর্ববিরোধের জের ধরে মুন্সীগঞ্জ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. বাদশা বিপ্লবকে বাড়িতে ঢুকে মারধর করেছে দুর্বৃত্তরা। তাকে রক্ষায় এগিয়ে আসা মেয়ে শোভা আক্তারও এ সময় হামলার শিকার হন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরের উত্তর কোর্টগাঁও এলাকায় এ হামলা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের অনুসারী।
মো. বাদশা বিপ্লব ও তার মেয়েকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাদশা বিপ্লব বলেন, ‘এমপি মৃণাল কান্তি দাসের ভাতিজা আপন দাসের নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত আমার বাড়িতে ঢুকে হামলা চালায়, মারধর করে। এ সময় ওরা আমার বড় মেয়েকেও আহত করে।’
হামলায় নেতৃত্ব দেওয়া আপন দাস ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক উপসম্পাদক। তবে সমকালের কাছে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। আপন দাবি করেন, রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনার সঙ্গে তাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হচ্ছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, মারধরের কথা শুনেছেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ পাননি।
সমকাল
Leave a Reply