শ্রীনগরে সাপের দংশনে স্কুলছাত্রের মৃত্যু

সন্ধ্যার পর ঘরের দরজার কাছে বসা অবস্থায় নাসিমের হাতে সাপে ছোবল দেয়। মুন্সীগঞ্জের শ্রীনগরে সাপের দংশনে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যারাতে তাকে সাপে কাটে; শেষ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

মো. নাসিম (৮) নামের এই শিশু উপজেলার সমষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং পাইকসা গ্রামের মো. রহমতউল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘরের দরজার কাছে বসা অবস্থায় নাসিমের হাতে একটি বিষধর সাপ ছোবল দেয়। এরপর পরিবারের লোকজন তার হাতের ক্ষতস্থানের উপরে বেঁধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বিডিনিউজ

Leave a Reply