সিরাজদিখান ইউপি সদস্যদের সম্মানি ভাতা প্রদানে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ

নাছির উদ্দিন: মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন পরিষদ সদস্যদের মাসিক সম্মানী ভাতা প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বশির আহমেদ লস্করের বিরুদ্ধে। এক বছরের সম্মানি ভাতা ৪৩ হাজার ২শত টাকার পরিবর্তে প্রতিজন ইউপি সদস্যকে দেয়া হচ্ছে ৪২ হাজার টাকা। এভাবে প্রতি জন ইউপি সদস্যদের কাছ থেকে কেটে রাখা হচ্ছে ১২শত টাকা। এতে উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ১৮২ জন ইউপি সদস্যের কাছ থেকে প্রায় ২ লক্ষাধিক টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

জানাযায়, প্রতিটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের মাসিক ভাতা ৩ হাজার ৬ শত টাকা যা বছরে একসাথে মোট ৪৩ হাজার ২ শত কাটা প্রদান করা হয়। যেই অর্থ গ্রহণের জন্য গত অর্থবছরে প্রতিজন ইউপি সদস্যকে একটি রকেট একাউন্ট করানো হয়। গত অর্থবছরের সম্মানী ভাতার টাকাও সেই রকেট একাউন্টে প্রদান করা হলেও। এবছর প্রতিজন ইউপি সদস্যকে উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বশির আহমেদ লস্কর নগদ টাকা আকারে প্রদান করেন।

বয়রাগাদি ইউপি সদস্য ফারুখ তালুকদার ও মালখানগর ইউপি সদস্য কোরবান আলীসহ ভুক্তভোগী একাধিক ইউপি সদস্য অভিযোগ করে জানান, তাদের এক বছরের সম্মানী বাবদ ৪৩ হাজার ২শত টাকা করে দেওয়ার কথা। তবে গত বৃহস্পতিবার সকালে উপজেলায় তারাসহ ইউপি সদস্যরা সম্মানী ভাতার টাকা আনতে গেলে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বশির আহমেদ লস্কর তাদের থেকে ১২ শত টাকা কম দেন। তারা জানতে চাইলে বলেন ঈদে দিতে হয়। তারা আরো বলেন আমরা হয়তো সচ্ছল অনেক নারী ইউপি সদস্য আছে দরিদ্র তাদের কাছে ১২শত টাকা অনেক তাই আমরা চাই আগামীতে যেন আমাদের টাকা মোবাইলের রকেট একাউন্টে দেওয়া হয়। তা না হলে আমরা উপজেলায় টাকা আনতে যাব না।

অভিযুক্ত উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বশির আহমেদ লস্কর বলেন, আমার সাথে ১০/১২ জন মেম্বারের একটু রাগারাগি হওয়ার কারণে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর বলেন, এ বিষয়ে এখন কেউ কোন অভিযোগ করেনি। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে আর অভিযোগ পাই তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২১ ও ২২জুন উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও চেয়ারম্যানদের সম্মানী ভাতা প্রদান করা হয়।

Leave a Reply