মুন্সিগঞ্জের তালতলা-গৌরগঞ্জ খালের ভাঙনে বিলীনের পথে টঙ্গিবাড়ী উপজেলার তস্তিপুর, শিলিমপুর, ভোরন্ডা গ্রাম। বর্ষায় পানি বাড়ার সঙ্গে ভাঙন বৃদ্ধি পাচ্ছে।
গত কয়েকদিনে তস্তিপুর গ্রামের কমপক্ষে ১০টি ভিটি ভেঙে গেছে। অন্য বাড়িগুলোও ভাঙনের শঙ্কায় আছে। এতে করে আতঙ্কে দিন কাটছে ওই গ্রামের মানুষদের। ভিটেমাটি হারানোর ভয়ে খালের ভাঙন থেকে রক্ষার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (২৪ জুন) দুপুর আড়াইটা থেকে ঘণ্টাব্যাপী খালপাড়ে এ মানববন্ধন করে স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত পাঁচ বছর ধরে তস্তিুপুর, শিলিমপুর, ভোরন্ডা এলাকার খালে ভাঙন দেখা দিছে। এই সময়ে কয়েকশ বাড়িঘর খালে বিলীন হয়েছে। চলতি বছর বর্ষার শুরুতেই তস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তস্তিপুর মন্দির পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। এবছর ভাঙনে শহিদ খান, আক্তার শেখ, মুক্তার শেখ, আল-আমিন শেখ, বাদশা শেখ, আখরেজ ভুইয়া, দেলোয়ার শেখ, মুজিবুর, আফজাল মালেকসহ ১০টি পরিবারের ঘর খালের পানির স্রোতে ভেঙে গেছে। বর্ষার শুরুতে যেভাবে ভাঙন শুরু হয়েছে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা না নিলে এবছরই তস্তিপুর গ্রামটি পুরোপুরি খালে বিলীন হয়ে যাবে।
স্থানীয় সবুজ ভূঁইয়া বলেন, গত পাঁচ বছর ধরে এ খালটি ভাঙছে। দুই বছর আগে ভাঙনরোধে খালের পাড়ের কয়েকস্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণ না করায় ব্যাগগুলো পানির স্রোতে ভেসে গেছে।
মো. শহিদ খান বলেন, খালের পাশে আমাদের বিশাল বাড়িটি আজ পাঁচ বছর ধরে ভাঙছে। এখন শুধু আমার ঘরের ভিটাটুকু আছে। এবছর বর্ষার শুরুতে আবার ভাঙন শুরু হয়েছে। আমার বাবার এ বাড়ি ছাড়া আমাদের আর কোনো জমি নাই। ভিটাটুকু হারালে রাস্তার পাশে গিয়ে ঘর তুলে থাকতে হবে।
তস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আম্বিয়া বেগম বলেন, যেভাবে খালটি ভাঙছে তাতে ব্যবস্থা না নিলে আমাদের স্কুলটি খালের ভাঙনে বিলীন হয়ে যাবে। ২০১৮ সালে আমি এই স্কুলে যোগদান করি। তখন হালকা-পাতলা ভাঙন ছিল কিন্তু এখন দিনদিন ভাঙন তীব্র হচ্ছে। সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে মনে হয় এবছরই স্কুলটা খালের গর্ভে বিলীন হয়ে যাবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাস বলেন, আমরা তো প্রতিবছরই ভাঙন রোধে কাজ করি। এবছর ওই এলাকায় ভাঙন চলছে সে বিষয়ে স্থানীয় এমপি কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের এখনো অবহিত করেননি। তারা ডিও লেটার দিয়ে জানালে আমরা অবশ্যই কাজ করবো।
তালতলা গৌরগঞ্জ খালটি মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার গৌরগঞ্জ এলাকার পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে টঙ্গিবাড়ী উপজেলা হয়ে সিরাজদিখান উপজেলার তালতলা এলাকার ধলেশ্বরী নদীর সঙ্গে মিলিত হয়েছে। দুটি নদী এ খালটির মাধ্যমে সংযোগ স্থাপন হওয়ায় প্রায় ১০ কিলোমিটারের অধিক দৈর্ঘ্যের এ খালটি দিয়ে তীব্র পানির স্রোত প্রবাহিত হয়। যার কারণে প্রায় প্রতিবছরই এ খালটির কোনো না কোনো অংশে ভাঙন দেখা দেয়।
আরাফাত রায়হান সাকিব/এমআরআর/জেআইএম
Leave a Reply