মুন্সীগঞ্জ সদরে আবু বক্কর সিদ্দিক (১০) নামে এক শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় মুক্তারপুরের গোঁসাইবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পরে তার লাশ উদ্ধার করা হয়।
ওই এলাকার শুক্কুর ভূঁইয়ার ছেলে আবু বক্কর মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। তার দাদা আনোয়ার ভূঁইয়া বলেন, বিকেলে খেলার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল আবু বক্কর। একই এলাকার দীন ইসলাম সন্ধ্যায় তাকে পুকুরে ফেলে হত্যা করে।
দীন ইসলামের মামা মিজানুর রহমানের ভাষ্য, তাঁর ভাগনে খেলার ছলে আবু বক্করকে পুকুরে ফেলে দেয়। সে জানত না, শিশুটি সাঁতার জানে না। বুঝতে পেরে দীন ইসলামই পানিতে নেমে তাকে উদ্ধার করে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. কালাম প্রধান বলেন, সন্ধ্যা ৭টার দিকে মৃত অবস্থায় ওই শিশুকে নিয়ে আসেন স্বজনরা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ দেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সমকাল
Leave a Reply