ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ শাকিলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ জুলাই) ভোরে গজারিয়া উপজেলার এক বন্ধুর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান জানিয়েছেন, কিশোরী ধর্ষণ মামলায় বন্ধুর বাড়িতে আত্মগোপনে ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল। সেখান থেকে ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শাকিল জেলা শহরের খালইস্ট এলাকার আফতাব প্লাজার একটি ফ্ল্যাটের বাসিন্দা। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।

জানা গেছে, গত ৪ জুলাই রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে কিশোরীকে ধর্ষণ করে ছাত্রলীগ নেতা শাকিল। এ ঘটনায় ৬ জুলাই রাতে ছাত্রলীগ নেতাকে আসামি করে সদর থানায় মামলা করেন মেয়েটির মা।

সমকাল
===========================

মুন্সীগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগনেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ছাদে কিশোরী ধর্ষণের অভিযোগে পৌরসভার ২ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গজারিয়া উপজেলার ভবেরচর এলাকা থেকে শনিবার (৮ জুলাই) দিনগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাকিল মুন্সীগঞ্জ সদরের দক্ষিণ চরমশুরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তারা মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় ভাড়া বাড়িতে থাকেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শাকিল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাত ৩টার দিকে তাকে গজারিয়ার ভবেরচর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি শাকিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ওই ছাত্রলীগ নেতা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ছাদে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর মা। তার মা হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়ায় প্রায়ই হাসপাতালে যাওয়া আসা করে ভুক্তভোগী। মঙ্গলবার রাতে মায়ের জন্য হাসপাতালে অবস্থান করছিল সে। একই সময় ৪-৫ জন সহযোগী নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন স্থানীয় ছাত্রলীগ নেতা শাকিল। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে লোকজন কমে এলে প্রয়োজনের কথা বলে ওই কিশোরীকে ডেকে সিঁড়ির সামনে নিয়ে প্রেমের প্রস্তাব দেয় শাকিল। এতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাকে টেনে হাসপাতালের ছাদে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি ভুক্তভোগীর মা থানায় অবগত করলে ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগে ছাত্রলীগ নেতা শেখ শাকিলকে আসামি করে বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

এনটিভি

Leave a Reply