হামলা-মামলা, গ্রেপ্তার মাথায় নিয়ে রাজপথে মুন্সীগঞ্জ বিএনপি

মোজাম্মেল হোসেন সজল: মামলা-হামলা, গ্রেপ্তার ও নেতায় নেতায় দ্বন্দ্ব-গ্রপিংয়ের মধ্য দিয়েও মুন্সীগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যক্রম এগিয়ে চলেছে। এক গ্রুপ বসে থাকলেও অপর গ্রুপ দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। চলমান আন্দোলনে মামলা-হামলার ঝঁকি মোকাবেলা করেও দলটির নেতাকর্মীরা এখন রাজপথমুখি। স্থানীয় ও কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। দলটির সাংগঠনিক গতি বৃদ্ধি পেলেও জেলা-উপজেলায় দলীয় কোন্দল তীব্রতর হওয়ায় দ্বিধা-বিভক্ত দলটির কর্মীরা।

মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপিতে চলছে নৈরাজ্য। শেখ আব্দুল্লাহ নামে এক শিল্পপতি দলে ভিড়ে কেন্দ্রকে ম্যানেজ করে কমিটি-পাল্টা কমিটি আনায় সেখানে ভয়াবহ বিরোধ চলছে। স্থানীয় নেতাকর্মীরা আল-মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ বিরুদ্ধে মিছিল-সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও তার কুশপুত্তলিকা দাহ করেও কোন প্রতিকার পাচ্ছে না।

শেখ আব্দুল্লাহর ছোট ভাই শেখ আমজাদ হোসাইন আল মুসলিম গ্রুপের পরিচালক ও সিরাজদিখান উপজেলার শেখর নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। বর্তমানে আমজাদ হোসাইন শেখর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। দুইভাই দুই দলে-এই রকম পরিস্থিতিতে বিব্রতর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, শেখ আব্দুল্লাহ সিরাজদিখান বিএনপির স্বঘোষিত আহবায়ক হয়েও স্থানীয় বিএনপির কোন কর্মকান্ডে তার কোন অংশগ্রহণ না থাকায় এবং তার ভাই আওয়ামী লীগ হওয়ায় আব্দুল্লাহকে মেনে নিতে পারেনি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শুধু তাই নয়, জাতীয় নির্বাচনে আবদুল্লাহ মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রাথী তালিকায় তার নাম শোনা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকার শ্রীনগর উপজেলা বিএনপিকেও শেখ আব্দুল্লাহ দ্বিধা-বিভক্ত করে ফেলেছে বলে স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ।

এদিকে, জেলা বিএনপিতেও রয়েছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের বাতাস বইছে এখন জেলা জুড়ে। জেলা বিএনপির একগ্রুপের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির আহবায়কের ছোট ভাই জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. মহিউদ্দিন। জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি-মন্ত্রী আব্দুল হাই দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজনীতির বাইরে থাকায় তার ছোট ভাই মো. মহিউদ্দিন জেলা বিএনপির এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন। রাজনৈতিকসহ ৩টি মামলায় মো. মহিউদ্দিনকে গত ৩০মে দুপুরে মুক্তারপুরস্থ গোসাইবাগ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর এসব মামলায় মো. মহিউদ্দিন জামিন লাভ করলেও তাকে পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছে বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন।

মামলায় জামিন পাওয়ার পরও গায়েবি মামলা দিয়ে তাকে আটকে রাখা হচ্ছে বলেও তারা জানান। গত ২৬ জুন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. মহিউদ্দিন আহম্মেদের মুক্তির দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতনের স্বাক্ষরিত এই স্মারকলিপিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

ওদিকে, আরেক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মো. কামরুজ্জামান রতন। বর্তমানে কামরুজ্জামান রতন মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানুসহ জেলায় দুই গ্রুপের নেতাদের নিয়ে দলীয় কর্মসূচিগুলো পালন করে যাচ্ছেন।

এদিকে, জেলার শ্রীনগর উপজেলা বিএনপিতে দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে। এ দ্বন্দ্বে মূল কারিগর সিরাজদিখানের শেখ আব্দুল্লাহ। শ্রীনগরে শেখ আব্দুল্লাহ নেতৃত্বে উপজেলা বিএনপির কমিটি আনা হয়েছে বলে অভিযোগ। এই কমিটির আহবায়ক শহিদুল ইসলামকে বিএনপির কোন আন্দোলন সংগ্রামে দেখা মিলেনা বলে নেতাকর্মীদের অভিযোগ। হামলা-মামলা ভয়ে তিনি কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির কর্মসূচিগুলোতে অনুপস্থিত থাকছেন বলে অভিযোগ।

তবে, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মমিন আলী ও তার সময়কার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছেন বলে নেতাদের দাবি।

মো. মমিন আলী ২০০৪ সালে মুন্সীগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মো. মমিন আলী ছিলেন জেলা বিএনপির সহসভাপতি।

এদিকে, গত বছরের ৭ ফেব্রুয়ারি আব্দুল কুদ্দুস ধীরেনকে আহবায়ক ও আলী আনসার মোল্লাকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক কমিটি দেয় জেলা বিএনপি। এরপর একই বছরের ৩০ মার্চ সদস্য সচিবছাড়া শেখ আব্দুল্লাহ নিজে আহবায়ক হয়ে ৫১ সদস্যে’র একটি কমিটি আনে কেন্দ্র থেকে। এরপর ২০২২ সালের ২২ জুলাই হায়দার আলী নামে একজনকে সদস্য সচিব করে আব্দুল্লাহ। এরপর থেকে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ দলীয় নেতাকর্মীরা আব্দুল্লাহকে দল থেকে বহিস্কার করার জন্য তার কুশপুত্তলিকাদাহসহ নানা কর্মসূচি পালন করে আসছে। শুধু উপজেলা বিএনপিই নয়, ম্যানেজ করে উপজেলায় যুবদল, ছাত্রদল, স্বেচ্চাসেবকদলসহ সব কমিটিতেই খবরদারি করছে বলে সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেন জানিয়েছেন।

অবজারভার

Leave a Reply