মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাল্যবিয়ের বলি হয়ে অকালে জীবন দিতে হলো মাহমুদা আক্তার (১৬) নামে এক কিশোরীর। স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা করে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ধীপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে ধীপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
সে উপজেলার ধীপুর ইউনিয়নের নয়ানন্দ গ্রামের আবুল কালাম শেখের মেয়ে। মাহমুদা আক্তার এ বছর ধীপুর সরকারি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
মাহমুদা আক্তারের স্বজনরা জানান, ২০ দিন আগে নয়ানন্দ গ্রামের মো. হযরত শেখের ছেলে মো. মাসুম শেখের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। সেই থেকে স্বামীর বাড়িতেই থাকত মাহমুদা আক্তার। সোমবার বিকালে মাহমুদা তার স্বামীর বাড়িতেই ছিল। সেখান থেকেই দুইজন ধীপুর গ্রামের রংমেহার মাঠে মেলায় ঘুরতে গিয়েছিল। পরে সন্ধ্যায় আমরা শুনতে পাই মাহমুদা তার স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করল তা সবার কাছে অজানাই রয়ে গেলে।
টঙ্গীবাড়ী থানার ওসি মো. রাজিব খান জানান, মাহমুদা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
যুগান্তর
Leave a Reply