গজারিয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর নবম ও দশম শ্রেণির ১৬৪ জন মেধাবী শিক্ষার্থী পেলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা রাখবে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে দ্বিতীয় পর্যায় ১৬৪ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতর অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
শিক্ষার্থীদের মাঝে ‘জনশুমারী ও গৃহ গণনা প্রকল্প-২০২২’ এর ব্যবহৃত ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ। উপজেলা পরিসংখ্যান তদন্তকারী জিয়াউদ্দিন আহম্মেদ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন।
এছাজাও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সৈয়দ আহমেদ, মো খবিরুল আলম, আবদুস সালাম, মো কায়ুউম মিয়া, কামাল হোসেন সহ অবিভাবকগণ। এ সময় অতিথিগণ শিক্ষার্থীদের হাতে ট্যাবগুলো তুলে দেন।
নিউজজি
Leave a Reply