আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সন্নিকটে। সিডিউল ডিক্লেয়ার হবে। নেমে যাবেন নৌকা বলতে বলতে। বিভেদ নয়, অনৈক্য নয়, ঐক্য স্থাপন করুন।’
মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়কে বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৃণাল কান্তি দাস বলেন, ‘যাদের বিরুদ্ধে লড়াই করবেন তারা যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা যদি অনৈক্যের বেড়াজালে আবদ্ধ থাকি তাহলে বিজয় অর্জন করা কঠিন হয়ে পড়বে।’
কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নেতায় নেতায় দ্বন্দ্ব হোক। কিন্তু আপনারা বিভক্ত হবেন না। আগামীতে আমাকেই এই আসনে মনোনয়ন দেয়া হবে। যারা উন্নয়ন চোখে দেখেন না, তারা চোখ বড় করুন।’
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হোসেন বাবুল, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, আমরা মুক্তিযোদ্ধা সন্তান ইউনিট কমান্ডের সভাপতি জালালউদ্দিন রুমি রাজন প্রমুখ।
গণসমাবেশ শেষে শহরে মিছিল বের করা হয়।
অবজারভার
Leave a Reply