বৃদ্ধ বয়সে দুই বার নদী ভাঙনে স্বামীর ভিটেমাটি সব হারিয়েছেন ভজনা রানী বৈরাগী (৮০)। চার বছর আগে মারা গেছেন স্বামী সুশীল বৈরাগী। ছেলেদের সংসারে ঠাঁই হয়েছে তার। বছরে ২৫০০ টাকায় ভিটা ভাড়া নিয়ে থাকেন তিনি। দুই বার নদীতে বাড়ি ভাঙার পরও রয়ে গেছেন স্বামীর গ্রাম মুন্সীগঞ্জ সদর উপজেলার সম্ভু হালদার কান্দি গ্রামে। কিন্তু কয়েক বছরের ভাঙনে গ্রামটি বিলীনের পথে।
এবার আবার নদী ভাঙন শুরু হয়েছে। আতঙ্কে আছেন ভজনা রানী বৈরাগী। বার বার ভাঙনের স্থানে এসে নদীর গতিপথ দেখছেন। তার সঙ্গে কথা বলতেই তিনি হাত দিয়ে নদীর দিকে দেখালেন। নদীর মধ্যস্থানে বাড়ি ছিল তার। স্বামী সুশীল বৈরাগী জীবিত থাকা অবস্থায় প্রায় ১০ বছর আগে বাড়িটি নদীতে বিলীন হয়ে যায়। তারপর সম্ভু কান্দি গ্রামেই তার চাচা কেয়ানত পাথরের বাড়িতে বসবাস করতে শুরু করেন ভজনা রানীর। কিন্তু চার বছর আগে চাচার বাড়িও নদীগর্ভে বিলীন হয়ে যায়। এখন ঠাঁই হয়েছে ভাড়া বাড়িতে।
শুধু ভজনা রানী নয়, শম্ভু হালদার কান্দি ও সর্দার কান্দি গ্রামের প্রায় ৫০০ পরিবার বসতভিটা হারিয়ে এখন ছড়িয়ে পড়েছেন বিভিন্ন স্থানে। গ্রামের মায়ায় পরিত্যাক্ত ভিটা-পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে ঠাঁই নিয়েছেন অনেকে। কিন্তু এখন আর গ্রামে বসবাসযোগ্য স্থান নেই। তাই এ বছর ভাঙন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎকন্ঠায় রয়েছে দুই গ্রামের কয়েকশ পরিবার।
বুধবার (১২ জুলাই) বিকেলে সরেজমিনে শম্ভু হালদার কান্দি গ্রামে গেলে ভাঙনের পাশেই দেখা মিলে ভজনা রানী বৈরাগীর।
তিনি বলেন, ‘আমার স্বামীর বসতভিটা ১০ বছর আগে নদীতে ভেঙে যায়। এরপর চাচা কেয়ানত পাথরের বাড়িতে ঘর তুলে থাকি। সেই বাড়িঘরও ভেঙে গেছে। এখন জালাল দেওয়ানের বাড়িতে বছরে ২৫০০ টাকায় ভাড়ায় থাকি। কিন্তু যেভাবে নদী ভাঙতাছে এইবার ভাঙলে কোথায় যাব। আমি এই গ্রামেই থাকতে চাই। এই গ্রামের সবাই চেনা জানা । এই গ্রাম থেকেই স্বর্গীয় হতে চাই।’
শুধু ভজনা রানী নন, এমন আতঙ্কে দিন-রাত কাটাচ্ছেন ওই এলাকার সুমিতা বাড়ৈই, খবির হোসেন, হযরত আলী, আখতারুন্নেছা,সজিব মন্ডল, মলিন, মকুল হালদার, নুহে আলম, উত্তম কুমার, আকাশ মন্ডলসহ শতাধিক পরিবারের সদস্য। এবার বর্ষার শুরুতে গত কয়েকদিন ধরেই সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সর্দার কান্দি, শম্ভু হালদার কান্দি, মহেশপুর পশ্চিম কান্দি, মহেশপুর পুর্বকান্দি গুদারাঘাট, ভুতারচর, আশুলির চর,কালিরচর পর্যন্ত চার কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
শম্ভু হালদার কান্দি এলাকার বাসিন্দা সুমিতা বাড়ৈ (৫০) বলেন, ‘গত বছর পদ্মার ভাঙনে আমাগো বসতভিটা সব নদীতে গেছে। নদী থেকে কিছুটা দূরে ভাগিনাগো বাড়িতে ঘর কইরা আছি। এইবার আবার ভাঙন শুরু হইছে। ঘরের পিছ দিয়া মাটি ভাইঙা ভাইঙা পড়তাছে। রাইতে ঘুমাই না, আতঙ্কে থাকি। কখন যানি এই ঘরও ভাইঙা নদীতে যায়।’
শম্ভু হালদার কান্দি গ্রামের মো. হযরত আলী বলেন, ‘গত বছর শম্ভু হালদার কান্দি এবং সর্দার কান্দি গ্রামের ৩০০ বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। তারপর কিছু জিও ব্যাগ ফেললে সেই সময় ভাঙন রোধ হলেও এ বছর বর্ষার শুরুতে আবার জিএ ব্যাগ স্রোতে সরে গিয়ে অনেক স্থানে ভাঙন দেখা দিয়েছে। এখন আবার সংস্কার করা হচ্ছে। কিন্তু যদি সরকার স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করতো তাহলে হয়তো আমরা নদী ভাঙন থেকে রক্ষা পেতাম। আমরা গরিব মানুষ। আমাদের সন্তান নিয়ে এই গ্রামে বসবাস করতে পারতাম। নদীতে ভাইঙা গেলে আমরা কোথায় যামু?’
একই গ্রামের খবির হোসেন সরদার বলেন, ‘গত বছর এই এলাকায় ব্যাপক আকারে নদী ভাঙন দেখা দিলে কয়েক জায়গায় জিও ব্যাগ ফেলছিল সরকার। এ বছর আবার জিও ব্যাগ দেবে গিয়ে ভাঙন দেখা দিছে। সংস্কার না করলে পুরো গ্রাম আবারো ভাঙনের শিকার হবে। স্থায়ী বাঁধ হলে আমাদের আর কোনো ভয় থাকত না। আমরা গরিব মানুষ, যদি গাঙে ভাঙে নিয়ে যায় তাহলে পরিবার-পরিজন নিয়া কই থাকমু।
এর আগে গত বছর বর্ষায় শম্ভু হালদার কান্দি ও সর্দার কান্দি গ্রামের প্রায় ৩ শতাধিক বসতভিটা নদীতে বিলীন হয়। সেই সঙ্গে প্রায় ২০০ বছরের পুরোনো একটি কালি মন্দিরও নদীতে বিলীন হয়ে যায়। । ভাঙনের শিকার অনেক পরিবার গ্রাম ছেড়ে অন্যত্রে চলে যায়। অনেকে সামর্থ্য না থাকায় নিজেদের সর্বস্ব হারিয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নেন। তবে এবার আবার ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে আছেন তারা।’
স্থানীয়রা জানান, পদ্মার শাখা এই নদীটি ২০ বছর আগেও ছোট একটি নালার মতো খাল ছিল। খালের মুখ থেকে ড্রেজারের মাধ্যমে বালু লুটের কারণে ১৯৯১ সালে খালটিতে প্রথম ভাঙন দেখা দেয়। গত ২২ বছরে ৮-১০ বার ভেঙে এটি এক কিলোমিটার চওড়া নদীতে পরিণত হয়েছে। এতে কয়েক হাজার মানুষের বসতভিটা, জমি, মসজিদ, মন্দির, বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়।
মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন বলেন, বর্ষার শুরুতে অল্প অল্প ভাঙন দেখা দিয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন বাড়ছে। কয়েকটি গ্রামের শত শত পরিবার ভাঙন আতঙ্কে আছে। গত বছর যেখানে জিওব্যাগ ফেলা হয়েছিল, ব্যাগ সরে গিয়ে সেখানেও ভাঙছে। তাই ভাঙন রোধে শুধু জিও ব্যাগ নয়, নদীর তীরে বাঁধ দিয়ে স্থায়ী ব্যবস্থা নেওয়া দরকার। নয়তো গ্রামগুলো আর রক্ষা করা যাবে না।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নরেন্দ্র শংকর চক্রবর্তী ঢাকা পোস্টকে বলেন, যেখানে জনবসতি বেশি, জনগুরুত্বপূর্ণ স্থাপনা থাকে সেই সকল স্থান ভাঙনের শিকার হলে আমরা দ্রুত কাজ করে থাকি। ওই এলাকার জনবসতিপূর্ণ স্থানে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। স্থায়ী বাঁধের জন্য ওই এলাকায় নদীতে আমরা দুইবার সার্ভে করেছি। স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প শুরু করতে দুই থেকে আড়াই বছর সময় লাগে। ওই আঞ্চলে আমাদের স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণের আগ পর্যন্ত বাংলাবাজারের মানুষের ঘরবাড়ি টিকিয়ে রাখার জন্য যে ধরনের কাজ করতে হয় আমরা তা করব। ইতোমধ্যে আজ থেকে আমরা জিএ ব্যাগ ফেলার কাজ শুরু করে দিয়েছি।
ব.ম শামীম/আরএআর
Leave a Reply