মুন্সীগঞ্জে মুজিববর্ষ মুক্ত মঞ্চের উদ্বোধন

মুন্সীগঞ্জে মুজিববর্ষ মুক্ত মঞ্চের উদ্বোধন করলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসূল। বৃহস্পতিবার দুপুর বারোটায় ইদ্রাকপুর কেল্লার সন্নিকটে বঙ্গবন্ধু মুরালের দক্ষিণ পাশে এই মুক্তমঞ্চের উদ্বোধন করা হয়। এখানে প্রায় দেড় শতাধিক দর্শক একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

মঞ্চের সামনে পাটাতনে সুদৃশ্য মনোরম কাঁচ ঘেরা একুইরিয়ামের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ ই হাসান তুহিন, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জল, আয়নাল হক স্বপন সহ আরো অনেকে।

​এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শিক্ষক- শিক্ষার্থী বৃন্দ।

​এই মুক্ত মঞ্চের মাধ্যমে মুন্সীগঞ্জবাসী তাদের ঐতিহ্য, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিভাকে বিকশিত করার সুযোগ পাবে বলে মনে করেন সর্বস্তরের জনগণ।

যাযাদি/

Leave a Reply