লৌহজংয়ে জমি সংক্রান্ত পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইয়ার আলী শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে৷ শুক্রবার (১৪ জুলাই) দুপুর ২টায় উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ধাইরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, চাচাতো ভাইয়ের হাতে মৃত ইছাক আলী শেখের ছেলে ইয়ার আলী শেখ গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। এ সময় আহত হয় আরো ৩ জন। আহতরা হলেন- ইয়ার আলী শেখের ছেলে মো. হৃদয় শেখ, ইছাক আলী শেখের ছেলে ইউসুফ শেখ, ইউসুফ শেখের স্ত্রী সালমা বেগম।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মৃত ইছাক আলী শেখের ছেলে ইয়ার আলী শেখকে কুপিয়ে জখম করে একই গ্রামের মো. হামিদ শেখের ছেলে মো. হোসনা শেখ, মুক্তার শেখ, মুক্তার শেখের ছেলে মো. নিশাত শেখ, মৃত দুখাই ছেলে মো. হামিদ শেখ, মনির হোসেনের ছেলে আকাশ, মুক্তার শেখের স্ত্রী রোকসানা বেগম। পূর্ব থেকে জায়গা জমি ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র ধাইরপাড়া গ্রামে ইয়ার আলী শেখ ও বিবাদীদের বসত বাড়ির মাঝে কাঁচা রাস্তার উপর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিবাদী গণদের মারধরের ফলে ইয়ার আলী শেখ গুরুতর আহত হলে লোকজন তাকে চিকিৎসার জন্য লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা করে। পথে ইয়ার আলী শেখের মৃত্যু হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল তায়াবীর জানান, ঘটনার সাথে সাথে ফোর্স পাঠিয়েছি। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
নিউজজি
Leave a Reply