প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী জাতীয় নাট্যোৎসবের আয়োজন করেছে মুন্সীগঞ্জ হিরণ কিরণ থিয়েটার। মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী এই নাট্য সংগঠনটির নাট্যোৎসব শুরু হবে আগামী ২০ জুলাই। শেষ হবে ২৩ জুলাই।
মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হলরুমে মুন্সীগঞ্জ, ঢাকা ও চাঁদপুরের চারটি নাট্য সংগঠন তাদের নাটক মঞ্চায়িত করবেন। নাটক শুরু হবে প্রতিদিন সন্ধ্যায়।
সূচনাদিনে নাটক পরিবেশন করবে আয়োজক সংগঠন হিরণ কিরণ থিয়েটার। সংগঠনটির প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালীর রচনা ও নির্দেশনায় ‘সিডর’ নাটক মঞ্চস্থ করা হবে। দ্বিতীয় দিন ঢাকার অনুস্বর নাট্যদলের পরিবেশনায় মঞ্চায়িত হবে নাটক ‘মূল্য অমূল্য’। নাটকটির রুপান্তর ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারি।
তৃতীয় দিন ২২ জুলাই থাকছে নাটক ‘বিচ্ছু’। নাটকটির রুপান্তর তারেক আনাম খান,নির্দেশনায় শরীফ চৌধুরী ও মঞ্চস্থ করবেন চাঁদপুরের ‘বর্ণচোরা নাট্যগোষ্ঠী।
সমাপনী দিন ২৩ জুলাই পরিবেশনা হবে নাটক ‘বাসন’।সেলিম আল দীনের রচনা ও অপূর্ব সূচনার নির্দেশনায় নবগঠিত ‘অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র’ মুন্সীগঞ্জ নাটকটি মঞ্চায়িত করবেন।
অবজারভার
Leave a Reply