গজারিয়া-মুন্সীগঞ্জ ফেরি চালু হবে কবে

মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল নাব্য সঙ্কটের দোহাই দিয়ে মুন্সীগঞ্জ-গজারিয়ায় ফেরি চালু হয়নি। তাই দুর্ভোগে পড়েছে মানুষ। দুই পাড়ে ঘাটের এখন নাজুক অবস্থা। এরই মধ্যে মুন্সীগঞ্জ প্রান্তের ফেরি পন্টুনের অ্যাপ্রোচ তলিয়ে গেছে। এদিকে এই রুটের চালাচলের জন্য রাখা ফেরি কর্ণফুলী সপ্তাহ খানেক আগে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আরও কয়েক মাস আগেই এই বহরের ফেরি স্বর্ণদ্বীপও সরিয়ে নেওয়া হয়েছে। তাই গুরুত্বপূর্ণ এই ফেরি রুটের দুই প্রান্তে দুটি পন্টুন থাকলেও পানি বেড়ে যাওয়ায় অ্যাপ্রোচ তলিয়ে গেছে।

মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল নাব্য সংকটের দোহাই দিয়ে। আর এখন পানিতে ঘাটের অ্যাপ্রোচ পর্যন্ত তলিয়ে গেছে, ফেরি চালু হয়নি।
বিআইডব্লিউটিসিরি পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান জানান, দ্বিতীয় দফায় এই ফেরি চালু করলেও নানা কারণে নাব্য সংকট ও গাড়ির অভাবে চালু করা যায়নি। এতে অনেক টাকার ক্ষতি হয়েছে। তাই ফেরি কর্ণফুলী সরিয়ে নেওয়া হয়। এখন ঘাটে আর কোনো ফেরি নেই।

জনকন্ঠ

Leave a Reply