স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ সংবিধান মেনেই হবে। তাই অযৌক্তিক দাবিতে বিএনপি আর কোনো অগ্নি সন্ত্রাসের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২১ জুলাই) রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারে এলাকায় একটি (মাজারের উদ্বোধনী) অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ সভা, সমাবেশ কিংবা আন্দোলনে কোনো বাধা দেবে না আওয়ামী লীগ। তবে বিএনপি ও জামায়াত আগামী সংসদ নির্বাচন ইস্যুতে দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে।
এছাড়াও আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত জেনেই বিএনপি নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলেও জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ জনগণ তাদের আর চায় না। তাই নির্বাচন ইস্যুতে কোনো অযৌক্তিক দাবি কেউ তুললেও সেটি মানার কোনো যুক্তি নেই। ফলে সংবিধান মেনেই যেমন দেশ চলছে আগামী সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনও দেশের সংবিধান মেনেই হবে।
এ সময় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ও রামপাল ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এইউ
Leave a Reply