মাদক বিক্রিতে বাধা দেয়ায় ঘরে ঢুকে স্ত্রীর সামনে দিনমজুর মতিউর রহমান কালাইকে খুন করার অভিযোগ উঠেছে একই এলাকার দ্বীন মোহাম্মদ দীলা। এ ঘটনায় মামলার ৪০ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি মূলহোতারা। উল্টো আদালতে মামলা হয়েছে নিহতের স্ত্রী, দুই ছেলে আসিফ-শাকিল, বোন আছমা ও ভাগ্নে আমিরসহ দশজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২০ জুলাই) এসব অভিযোগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কালাইয়ের স্বজন ও এলাকাবাসী।এ সময় আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।
মানববন্ধনে নিহত কালাইয়ের স্ত্রী আছিয়া বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে বিনা অপরাধে ঘরে ঢুকে আমার সামনে হত্যা করেছে আসামিরা। থানায় মামলার ৪০ দিন পার হলেও পুলিশ মূলহোতাদের গ্রেফতার করেনি। সম্প্রতি মামলার আসামি মাকসুদা বেগম জামিনে বের হয়ে আমার দুই ছেলেসহ পরিবার-প্রতিবেশী দশজনের বিরুদ্ধে আদালতে উল্টো হয়রানিমূলক মামলা করেছে।
জেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় মাদক বিক্রিতে বাধা ও পূর্ববিরোধের জেরে মতিউর রহমান কালাইকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে একই এলাকার দ্বীন মোহাম্মদ দীলা ও তার দুই ছেলে জিহাদ, জুবায়ের এবং দীলার স্ত্রী মাকসুদা বেগমের বিরুদ্ধে।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের হলে মাকসুদা বেগমকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনিসহ মামলার অন্য আসামিরা উচ্চ আদালতের জামিনে মুক্ত হয়ে সম্প্রতি মুন্সীগঞ্জ আদালতে নিহত কালাইয়ের পরিবার-প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা করেন।
সময় সংবাদ
Leave a Reply