উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, “সম্ভবত শরীরে বিষের মাত্রা কম প্রবেশ করায় টিংকু বেঁচে গেছেন।” মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ের পরও প্রাণ রক্ষা পেয়েছে এক যুবকের।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই যুবক উপজেলার কনকসার গ্রামে নিজ বাড়িতে সাপের দংশনের শিকার হন বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার।
আহত যুবকের নাম টিংকু বর্মন (৩২)। তিনি ওই গ্রামের মন্টু বর্মনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, টিংকু বাড়ির কাছেই একটি আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করেন। গতরাতে কর্মস্থল থেকে ফিরে হাতমুখ ধুয়ে খাবার খেতে বসলে পায়ের কাছে একটি সাপ দেখতে পান। তিনি পা ঝাড়া দিয়ে সরাতে চাইলে তার আগেই ডান পায়ের আঙুলে কামড় বসিয়ে দেয় সাপটি। তার চিৎকারে আশপাশের লোকজন এসে সাপটি পিটিয়ে মারেন।
রাতেই তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
এখন তিনি ভালো আছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার সাপের ছবি দেখে এবং এর স্বভাব-চরিত্রের বর্ণনা শুনে এটিকে রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন।
তিনি বলেন, “সম্ভবত শরীরে বিষের মাত্রা কম প্রবেশ করায় টিংকু বেঁচে গেছেন।”
লৌহজং উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা নাজমুস সালেহীন জানান, তাদের এখানেও সাপে কাটা রোগীর অ্যান্টিভেনম ভ্যাকসিনের সরবরাহ আছে। টিংক বর্মন এখান থেকেই চিকিৎসা নিতে পারতেন।
বাড়ির কাছে হাসপাতাল রেখে টিংক কেন ঢাকায় গেলেন এর সদুত্তর দিতে পানেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
ডা. নাজমুস সালেহীন বলেন, “প্রচারতো করেছি; এক বছর আগে উপজেলা মাসিক মিটিংয়েও জানিয়ে দিয়েছি।”
কনকসার গ্রামের সাবেক স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান বলেন, “মানুষ আগে স্থানীয় হাসপাতালগুলোকে গিয়ে চিকিৎসা পেত না বরং সময় নষ্ট করে ফিরে আসে। তাই ঝুঁকি নিয়ে যাচ্ছে না। মানুষ যেন কাছের হাসপাতালগুলোতে যায় সেজন্য আরও প্রচার দরকার।”
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম জানান, পর্যাপ্ত অ্যান্টিভেনম ভ্যাকসিন জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অন্তত ১০টি করে সাপের বিষের প্রতিরোধক ভ্যাকসিন মজুদ আছে।
তবে এর প্রচার না থাকা সম্পর্কে তিনি বলেন, “প্রতিটি হাসপাতালে এখন স্ট্রিকার দেওয়া হবে এবং প্রান্তিক পর্যায়ে খবরটি পৌঁছানোর জন্য স্বাস্থ্য সহকারীদেরও কাজে লাগানো হবে।”
বিডিনিউজ
Leave a Reply