শ্রীনগরে ২দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

শ্রীনগরে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।

শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ পরিচালক ইমরুল ইউসুফ।

এসময় আরো বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন প্রমুখ। মেলায় কবি ও লেখক বৃন্দ তাদের প্রকাশিত বই বিভিন্ন স্টলে প্রদর্শন করেন।

কবি ও লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুল ইসলাম তালুকদার, সুমন্ত রায়, আরিফ হোসেন, উজ্জ্বল দত্ত, দেওয়ান আবুল হাশেম, আলতাফ হোসেন উজ্জল, সুপ্রিয় সুবর্ণা, টুটুল, অসীম সাহা প্রমুখ।

এসময় পাইলট স্কুল এন্ড কলেজ এবং ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা মেলায় অংশ নেন।

অবজারভার

Leave a Reply