সিরাজদিখানে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন নতুন জেলা প্রশাসক

নাছির উদ্দিন: মুন্সীগঞ্জ জেলার বৃহৎ আশ্রয়ণ প্রকল্প সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর এলাকা পরিদর্শন করলেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বিপিএএ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদী তীরবর্তী প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাকির হোসেন, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আই মিন সুলতানা, ভাসাইলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ ও বাসার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বুলবুল আহামেদ প্রমুখ।

উল্লেখ্য, বর্তমানে এ উপজেলায় এ পর্যন্ত ১৬১টি পরিবারের মাঝে আশ্রয়নের ঘর প্রদান করা হয়েছে। আগামী ৯ আগষ্ট উদ্বোধন হবে ৪র্থ ধাপের আশ্রয়ণ প্রকল্পের ঘর। এ সময় উপজেলার আরো ৬৪ টি ঘরের মধ্যে ৩৪টি ঘর উদ্বোধন করা হবে।

Leave a Reply