মুন্সীগঞ্জের সিরাজদীখানে মো. নেয়ামত শেখ (৩৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নেয়ামতের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা বলছেন, বাড়ির পাশে একটি ছোট আমগাছের ডালের সঙ্গে নেয়ামতের লাশ ঝোলানো ছিল। তাঁর হাঁটু ভাঁজ করা অবস্থায় পা মাটিতে লেগে ছিল। এ জন্য মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। নেয়ামতের আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তারা।
দুই মাস ধরে স্ত্রী লিমাকে নিয়ে নেয়ামত ঢাকায় থাকতেন। এমন তথ্য জানিয়ে লিমা বলেন, তাঁর স্বামী মাদক কারবারে জড়িয়ে পড়েন। পরিবারের কারও কথা শুনতেন না। মালখানগর চৌরাস্তা এলাকার মাদক কারবারি সুমন শেখের সঙ্গে নেয়ামত কাজ করতেন। সুমনের কল পেলেই ছুটে যেতেন। এ ছাড়া অন্য কারও সঙ্গে কোনো দ্বন্দ্বের বিষয় জানেন না।
বুধবার দুপুরে নেয়ামত ঢাকা থেকে বাড়ি ফেরেন বলে জানান তাঁর মা আলেয়া বেগম। তিনি বলেন, দুপুরের খাবার খেয়ে সুমনের সঙ্গে দেখা করার কথা বলে বেরিয়ে যায় সে। রাতে আর ফেরেনি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাঁর ভাগনে বাড়িতে ঢোকার সময় চারাগাছে লাশ ঝুলতে দেখে চিৎকার শুরু করে। এ সময় স্বজনরা বের হয়ে ঝুলন্ত লাশ দেখেন। এদিন সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ নিয়ে যায়।
তবে বক্তব্য জানতে সুমন শেখের ব্যবহৃত মোবাইল ফোনে কয়েক দফায় কল দিয়ে বন্ধ পাওয়া গেছে। মালখানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হযরত আলী বলেন, সুমন শেখ ও নেয়ামত দু’জনই মাদক কারবারে জড়িত। তবে কার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা জানেন না।
নেয়ামত মাদক কারবারে জড়িত ছিলেন জানিয়ে সিরাজদীখান থানার ওসি একেএম মিজানুল হক বলেন, তারা সংবাদ পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠিয়েছেন। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে। এ বিষয়ে তারা তদন্ত করছেন। তবে অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
তিনি আরও বলেন, সুমন শেখের বিরুদ্ধে মাদক আইনে ৭টি মামলা রয়েছে। নেয়ামতও মাদক কারবারে জড়িত। তাঁর বিরুদ্ধে মামলার তথ্য এখনই জানাতে পারছেন না।
সমকাল
Leave a Reply