মুন্সীগঞ্জে আরো দুটি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

মুন্সীগঞ্জের আরো দুটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হচ্ছে। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে টঙ্গিবাড়ী ও শ্রীনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। একই সঙ্গে এদিন জেলার ৭০টি ছিন্নমূল পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার প্রদান করা হবে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন গতকাল এক সংবাদ সন্মেলনে এ কথা জানিয়েছেন।

এর আগে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। জেলায় এ পর্যন্ত প্রধানমন্ত্রীর উপহারের এক হাজার ১৮৭টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পটি মুজিববর্ষ উপলক্ষে সংযোজন করা ৪০০ বর্গফুট আয়তনের দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর। এই ঘরে দুটি কক্ষের সামনে টানা বারান্দা এবং পেছনে রান্নাঘর ও স্যানিটারি ল্যাট্রিন রয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে স্বামী-স্ত্রী যৌথ মালিকানায় বিনা মূল্যে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির সুবিধাসহ দুই শতক জমি ও একটি সেমিপাকা ঘরের মালিক হচ্ছেন।

কালের কন্ঠ

Leave a Reply