বাড়ির ছাদে কাপড় তুলতে গিয়ে উপর দিয়ে টানা বৈদ্যুতিক তারে লেগে থাকা লোহার রড স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন খুকি। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ছাদে শুকনো কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর প্রাণ গেছে; এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার দুই ছেলে-মেয়ে।
শুক্রবার দুপুরে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী
নিহত খুকি আক্তার (৪৫) কুমিল্লার মেঘনা থানার সোনাকান্দা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন- নিহতের মেয়ে শাহিনা আক্তার (২২) ও ছেলে মো. হোসাইন (১৫)। তাদের চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি সোহেব আলী জানান, সিরাজুল পরিবার নিয়ে শান্তিনগরে মো. খোকনের বাড়িতে ভাড়া থাকেন। দুপুরে খুকি আক্তার তার নাতনি নুসরাতকে (২) নিয়ে বাড়ির দ্বিতীয় তলায় ছাদে শুকাতে দেওয়া কাপড় তুলতে যান।
ছাদের উপর দিয়ে টানা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে থাকা লোহার রড স্পর্শ করলে খুকি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় তার নাতনি চিৎকার করলে শাহিনা ও হোসাইন ছাদে গিয়ে মাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তবে খুকি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ভাই-বোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানায় পুলিশ।
আহতদের মধ্যে হোসাইনকে শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে ভুক্তভোগীর পরিবার জানায়।
বিডিনিউজ
Leave a Reply