মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকার মাদকাসক্ত মাহিম দেয়ান (২৩)। টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে গত বুধবার বিকাল ৫টায় রামেরগাঁওয়ে মাহিম দেয়ানের ঘরে নিয়ে ৯ বছরের শিশুকে বলাৎকার করেছে মাহিম দেয়ান। চিৎকার করতে করতে শিশুটি দৌড়ে বাড়িতে আসলে বাবা মা রক্তাক্ত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. মো. সোহাগ হাসান বলাৎকারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ভিকটিম আশংকামুক্ত। বৃহস্পতিবার সার্জারি ডাক্তারের মাধ্যমে ভিতরে কোন জখম আছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ভিকটিমের পিতা জানান, আমার ছেলেকে টাকার প্রলোভন দেখিয়ে মাহিমের ঘরে নিয়ে বলাৎকার করেছে। আমার শিশু ছেলে এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমি এই আসামির কঠিন বিচার চাই।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মিজানুর রহমান বলাৎকারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে আসামি মাহিম দেয়ানের বিরুদ্ধে ৯ এর (১) এর ধারায় মামলা হয়েছে।
সংবাদ
Leave a Reply