বিলীনের পথে মুন্সীগঞ্জ মালিরপাথর-মুক্তারপুর সড়ক

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর থেকে মুক্তারপুর পুরনো ফেরিঘাট পর্যন্ত রাস্তার অনেক জায়গা ধসে পড়েছে। হুমকির মধ্যে রয়েছে বেশ কয়েকটি পরিবার।

শনিবার (১২ আগস্ট) সরজমিনে গিয়ে দেখা যায় মালিরপাথর থেকে মুক্তারপুর পুরান ফেরিঘাট পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য প্রস্তুতি চলছে।

নদীর পাড়ের খসে যাওয়া ব্লগগুলো উঠিয়ে পুনরায় বসানো হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় সে ব্লগগগুলো ধসে পড়েছে। ফলে এলাকাবাসী ও এই রাস্তায় যাতায়াতকারী পথচারী ফিরীঙ্গী বাজার ব্যবসায়ীরা ভোগান্তি ও বিপদের সম্মুখীন হয়ে পড়েছে।

এলাকাবাসী মো: লিটন বলেন, দীর্ঘদিন যাবৎ মালিরপাথর থেকে মুক্তারপুর পুরান ফেরিঘাট পর্যন্ত রাস্তাটি নদী ভাঙ্গন ও শহর রক্ষা বাঁধ দুর্বলের কারণে হুমকির মধ্যে ছিল।

নতুনভাবে বাঁধ নির্মাণ ও রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি হয়েছিলেন এলাকাবাসী, কিন্তু কাজের ধীরগতি, অনিয়ম ও দুর্নীতির কারণে পুনরায় বাদ ভেঙে পড়ায় এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে। এছাড়াও সঠিক সময় কাজ শুরু করতে না পারায় ঝুঁকির মধ্যে রয়েছে বেশ কয়েকটি পরিবার।

স্থানীয় এলাকাবাসীরা বলছেন নদীর পাড়ে রাস্তার পাশে অবৈধভাবে ড্রেজার থেকে বালু উত্তোলন করে বালু রেখে চলছে ব্যবসা পরিচালনা, বিভিন্ন নৌযানের বাঁধ ঘেঁষে মালামাল ওঠা-নামা করার কারণে বাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগেও প্রশাসন কয়েকবার অভিযান পরিচালনা করে বালু ব্যবসায়ীদের উচ্ছেদ করলেও থেমে নেই অবৈধ বালু ব্যবসা। আর যার ফলে চলছে পরিবেশ দূষণ অবৈধ বালু ব্যবসার বিষয়ে জানতে চাইলে তারা বলেন প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব ব্যবসা।

পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা বলেন একদিকে নদীর ঢেউ অন্যদিকে অবৈধভাবে বালু ব্যবসায়ীদের বালুবাহী ট্রাক চলাচলের কারণেই এই রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে। আমি মনে করি প্রশাসনের এদিকে নজর দেয়া প্রয়োজন।

স্থানীয়দের দাবি দ্রুত রাস্কাটির সংস্কার, নতুন করে বাঁধ নির্মাণ ও রাস্তার পাশে গড়ে উঠা অবৈধ বালু ব্যবসায়ীদের উচ্ছেদ করে স্থায়ী ব্যবস্থা না করলে বাঁধ ও রাস্থার পাশে সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি পাবে । তাই কৃর্তপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ পথচারী ও যানবাহন যাতায়াতের ভোগান্তি লাঘবে দ্রুত ব্যবস্তা গ্রহণ করুন।

এ বিষয়ে জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, এলজিইডি’র কর্মকর্তাদের নিয়ে রাস্তাটি পরিদর্শনে যাবো। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত নির্মাণের ব্যবস্থা নেয়া হবে।

নয়া দিগন্ত

Leave a Reply