সৌদি আরবের আবহা শহরে নির্মানাধীন বিল্ডিংয়ে রংয়ের কাজ করার সময় ৩ তলার ছাদ থেকে পড়ে রুবেল বেপারী নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সৌদি আরব সময় বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। মৃত রুবেল বেপারী মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর মান্দ্রা গ্রামের মো. রফিক বেপারীর ছেলে।
মৃত রুবেল বেপারীর ছোটো ভাই রবিন বেপারী জানান, তার ভাই সারে ৩ বছর আগে সৌদি আরবে যান। সেখানে তিনি একটি কোম্পানিতে রংয়ের কাজ করতেন। সোমবার নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে রংয়ের কাজ শেষে নিচে নামার সময় ৩ তলা থেকে পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য পারভেজ কবির ঘটনার সত্যতা শিকার করে বলেন, মৃত রুবেলের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজজি
Leave a Reply