গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় পাঁচ মহিলা ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
আটককৃতরা হলেন- জেসমিন বেগম (২১), সাহারা বেগম (৩০), মোছা. করম চাঁন (২২), মর্তুজা বেগম (৩২) ও মমতা বেগম (২২)। আটকৃতদের মধ্যে তিনজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এবং দুজনের বাড়ি হবিগঞ্জ জেলায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার সকাল পৌনে ১১টার দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে যান কাউনিয়াকান্দি গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী রেহেনা বেগম ও তার ছেলের বউ সুমাইয়া আক্তার। হাসপাতালে রোগীর অনেক চাপ ছিল। তারা টিকেট কেটে লাইনে দাঁড়ালে সামনে এবং পেছনে সংঘবদ্ধ ছিনতাইকারী দল তাদের উভয় পাশ থেকে চাপ দিতে থাকেন। এ সময় রেহানা বেগমের গলা থেকে আট আনা ওজনের স্বর্ণের একটি চেইন ছিনতাই করে চক্রটি। বিষয়টি রেহেনা বেগম বুঝে ফেললে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন চক্রের সদস্যরা। এ সময় আশপাশে থাকা লোকজন তাদের আটকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। গজারিয়া থানার ওসিম মোল্লা সোহেব আলী বলেন, স্থানীয়দের সহযোগিতায় পাঁচ মহিলা ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
ভোরের কাগজ
Leave a Reply