হিমাগারগুলোতে পর্যাপ্ত আলু মজুদ থাকা সত্ত্বেও বিক্রি হচ্ছে চড়া দামে। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলার ভোক্তা ও কৃষকের দাবি, সিন্ডিকেট করে ফায়দা লুটছে মজুদদাররা। এর ফলে চড়া দামে আর ক্রয় করছেন ক্রেতারা।
জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার ৬৩ হিমাগারে এখনো প্রায় ৩ লাখ মেট্রিক টন আলু মজুদ রয়েছে। মুন্সিগঞ্জের হিমাগাগুলোতে আলু বাজারজাত চলছে। তবে হিমারগুলো থেকে কি পরিমাণ আলু বের করা হবে তার নিয়ন্ত্রণ করছে একটি সিন্ডিকেট। নভেম্বরের শেষ দিকেই বাজারে নতুন আলু আসে। কিন্তু হিমাগারগুলোতে এখনো ২ লাখ ৯০ হাজার ৫৮১ মেট্রিক টন আলু মজুদ রয়েছে। এর মধ্যে ৭৭ হাজার ৫৮১ মেট্রিক টন বীজ আলু। আগামী চার মাসে জেলায় আলুর চাহিদা সাড়ে ৩১ হাজার মেট্রিক টন। হিমাগার পর্যায়ে ২৮ টাকা কেজিতে আলু বিক্রি হলেও পাইকারি বাজার দর ৩৬ টাকা পর্যন্ত। আর খুচরা বাজারে তা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। অথচ গেল বছর এই সময় কেজি প্রতি খুচরা বাজার দর ছিল মাত্র ১৬ টাকা। ভোক্তাদের দাবি, সিন্ডিকেট করে ফায়দা লুটছে মজুদদাররা।
শহরের খালইস্ট এলাকার বাসীন্দা আসলাম বলেন, কৃষকদের তো আলু মজুদ করার কোন জায়গা নেই। কৃষক আলু রাখতে পারে না। মধ্যস্বত্বভোগীরা এই দামটা পাইতাছে। টাকা তারাই পাচ্ছে। এখানে প্রকৃত কৃষকের কোন লাভ হচ্ছে না।
মালপাড়া এলাকা থেকে আলু ক্রয় করতে আসা সুমন বলেন, আগের বছর এই সময় আলু ছিল ১৪/১৫ টাকা। বর্তমানে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। বাজার মনিটরিং না করলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে আলু।
রামপালের বাসিন্দা আইরিন আক্তার বলেন, আলু সমৃদ্ধ জেলা মুন্সিগঞ্জ। অথচ সিন্ডিকেটের কাছে নিয়ন্ত্রণ থাকায় এ সময় অতিরিক্ত টাকা দিয়ে আলু ক্রয় করতে হচ্ছে। এতে কৃষকরা তো লাভবান হচ্ছে না। এসব বিষয়ে নিয়মিত বাজার মনিটরিং দরকার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আব্দুল আজিজ বলেন, মুন্সিগঞ্জের কোল্ড স্টোরেজে দেখা যায় স্লিপ বিক্রি হয়। অর্থাৎ কৃষক আলু বিক্রি করে দেয়। আর সেটা মধ্যস্বত্বভোগী যারা তারা কোল্ড স্টোরেজে রাখে। কোল্ড স্টোরেজের বেশিরভাগ আলুই মধ্যস্বত্বভোগীদের। এ কারণে মধ্যস্বত্বভোগীরা কিছু দৌরাত্ম আছে। এজন্য আমাদের অন্যান্য দপ্তর সহ আমরা কর্মতৎপরতা বাড়িয়েছি। যাতে বেশি দামে আলু বিক্রি না হয়। কৃষক যাতে ক্ষতিগ্রস্থ না হয়। আমরা বিভিন্ন উপজেলা কৃষি অফিসারসহ কমিটি গঠন করে পরিদর্শন করছি। আমাদের আলুর কোন ঘাটতি নেই। মুন্সিগঞ্জ জেলায় আলু উৎপাদন হয় সাড়ে ১০ লাখ মেট্রিক টন। আর চাহিদা মাত্র ৯৮ হাজার মেট্রিক টন। যা কারণে আমাদের মুন্সিগঞ্জে আলুর কোন সমস্যা নাই। এখানকার আলু সারা দেশব্যাপী ছড়িয়ে যায়। আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আমরা কৃষি মন্ত্রীর নির্দেশনায় কোল্ড স্টোরেজ পরিদর্শন করছি। এখন পর্যন্ত মুন্সিগঞ্জে আলুর মজুদ আছে ২ লাখ ৯০ হাজার মেট্রিক টনের মতো। যার কারণে আলু সংকট ও ঘাতটি হওয়ার কোনো সম্ভাবনা নাই।
জেলায় প্রতিবছর আলুর চাহিদা প্রায় ৯৬ হাজার মেট্রিক টন। জেলায় এবছর ৩৪ হাজার ৩৪৬ হেক্টর জমিতে ১০ লাখ ৫৬ হাজার মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। এর একটি অংশ বিক্রি হয় এই হাটে।
নিউজজি
Leave a Reply