মুন্সীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা, যুবকের যাবজ্জীবন

২০২১ সালের ২ জুন গভীর রাতে অহিদুল তার স্ত্রীকে হত্যা করেন। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে মুন্সীগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে আদালত পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন জানান।

দণ্ডপ্রাপ্ত অহিদুল মুন্সী (৪০) উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শাহ আলম মুন্সীর ছেলে।

২৩ বছর আগে ভ্যানচালক অহিদুলের সঙ্গে পারভীন বেগমের বিয়ে হয়। তাদের সংসারে শম্পা (১৯), ইয়াছিন (১২), মীম (৭) এবং জান্নাত (৪) নামে চার সন্তান রয়েছে।

মামলার বরাত দিয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মতিন বলেন, অহিদুলের সঙ্গে গ্রামের রাজা মিয়া (৫০) ও ইনসান ডাফারের (৬০) জমিজমা নিয়ে পূর্ববিরোধ আছে। ২০২১ সালের ২ জুন রাতে অহিদুল, তার স্ত্রী পারভীন ও ছোট মেয়ে একটি ঘরে ঘুমাতে যান।

পরে গভীর রাতে অহিদুল তার স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে কৌশলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে কামলা ডাঙ্গার বিলে মোসলেম মীরবলের পুকুরের পাড়ে নিয়ে যায় এবং তাকে গলা কেটে হত্যা করে লাশ কচুরিপানার নীচে লুকিয়ে রাখেন।

পরদিন লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তখন পুলিশ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অহিদুলকে আটক করে।

এ ঘটনায় পারভীন বেগমের ভাই মো. জাহাঙ্গীর বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। পরে আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আইনজীবী আরও বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

বিডিনিউজ

Leave a Reply