নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচন অফিসগুলোতে জাতীয় পরিচয়পত্র কার্যক্রমে গতি আনতে এবার মাঠ পর্যায়ে নেমেছে খোদ নির্বাচন কমিশনারবৃন্দ। নাগরিকদের গুরুত্বপূর্ণ কাজটি যেন হয়রানিমূলক না হয় সে বিষয়ও পর্যবেক্ষণ করা হচ্ছে।’
বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, ‘বর্তমানে জাতীয় পরিচয়পত্র জনগণের কাছে একটি প্রয়োজনীয় ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে।এটি ছাড়া অনেক কাজই করা সম্ভব হয় না। আমরা চাচ্ছি অতি দ্রুততার সঙ্গে যেন মানুষ জাতীয় পরিচয়পত্র পায়, যারা পাওয়ার যোগ্য। এই কাজটি যেন মানুষের হয়রানিমূলক না হয়। এ জন্য আমরা কমিশনাররা বিভিন্ন জায়গায় যাচ্ছি। এই কাজটি যেন ত্বরান্বিত করা যায়। এ কাজকে আগানোর জন্য সুন্দর করে করানো জন্যই আমরা বের হয়েছি।’
দুবাই-আবুধাবির পর যুক্তরাষ্ট্রেও শুরু হচ্ছে জাতীয় পরিচয়পত্রে কার্যক্রম জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাচ্ছি প্রবাসীদের ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়ার, ইতিমধ্যেই দুবাই ও আবুধাবিতে জাতীয় পরিচয়পত্রে কাজ চলছে। খুব তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রে এ কার্যক্রম চলবে। একযোগে সব দেশে করলে লোকবল প্রয়োজন হবে, এ জন্য পর্যায়ক্রমে আরও দেশে করা হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান প্রমুখ।
অবজারভার
Leave a Reply