গজারিয়ায় বন্ধ রাখা বালু মহাল হঠাৎ ইজারা

ভাঙন আতঙ্কে হাজারও পরিবার
মোহাম্মদ জসিম উদ্দিন: মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া অংশে নদীভাঙন ঝুঁকির কারণ দেখিয়ে দীর্ঘদিন বন্ধ করে রাখা একটি বালুমহাল সম্প্রতি পুনরায় চালু করায় নদীভাঙন শুরু হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে পড়েছে কয়েকটি সরকারি স্থাপনা আর ভাঙন আতঙ্কে দিন কাটছে নদীপারের ছয়টি গ্রামের সহস্রাধিক পরিবারের। জনস্বার্থে অনতিবিলম্বে বালুমহালটির ইজারা বাতিল করে দিতে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট পিটিশন করেছেন এক ইউপি চেয়ারম্যান।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ষোলআনী বিদ্যুৎকেন্দে র ৬০০ মিটারেরও কম দূরত্বে শতাধিক ড্রেজার দিয়ে নদী থেকে বালু কাটা হচ্ছে। জানা যায়, ২০১৮ সালে জেলা প্রশাসন থেকে এই জায়গাটি বালুমহালের জন্য ইজারা দিতে চাইলে নদীভাঙনের ঝুঁকি আছে দাবি করে আফসার উদ্দিন ভূঁইয়া নামে এক ব্যক্তি এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। বালুমহালের বিরুদ্ধে আন্দোলনকারী সেই ব্যক্তি এবার এই বালুমহালের ইজারা পেয়েছেন। দুই কোটি ৭১ লাখ টাকায় তিনি নদীর গজারিয়া অংশের নয়ানগর, ষোলআনী কালীপুরা, রমজানবেগ অংশে ১২৮ একর এলাকায় বালু উত্তোলনের ইজারা পেয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, নদীর ইজারা দেওয়া অংশে বালুর পরিমাণ কম হওয়ায় সন্ধ্যা হলেই ড্রেজারগুলো নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করে। এতে ষোলআনী কয়লা বিদ্যুৎকেন্দ , কোস্টগার্ডের গজারিয়া ডকইয়ার্ড ও বেইজ স্টেশন, গজারিয়া লঞ্চঘাটসহ বেশ কিছু সরকারি স্থাপনা ভাঙন ঝুঁকিতে রয়েছে। নদীর ভাঙনপ্রবণ এই অংশে বালুমহাল পুনরায় চালু করায় ইসমানীচর, গোয়ালগাঁও, নয়ানগর, ষোলআনী, বড় কালীপুরা এবং তনু সরকারের কান্দি গ্রামে নদী তীরবর্তী এলাকায় ভাঙন তীব্রতর হয়েছে। বিষয়টি সম্পর্কে ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রামের বাসিন্দা সেলিম মিয়া বলেন, এমনিতেই আমাদের গ্রামটি গজারিয়ার মধ্যে সবচেয়ে ভাঙনপ্রবণ। প্রতি বছরই নদীভাঙনের শিকার হতে হয় আমাদের। এ বছর বালুমহালের কারণে ভাঙন আরও বেড়েছে।

বিষয়টি সম্পর্কে ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ্জুজামান খান জিতু বলেন, আপনারা যদি জেলা প্রশাসনের ওয়েব পোর্টাল দেখেন সেখানে এখনো দেওয়া আছে এই জায়গাটি অত্যন্ত নদীভাঙনপ্রবণ হওয়ায় এখানে বালুমহাল ইজারা দেওয়া বন্ধ রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পরে হঠাৎ করে বালু উত্তোলন শুরু হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে পড়েছে ষোলআনী বিদ্যুৎকেন্দ প্রকল্প এবং আমার ইউনিয়নের বড় কালীপুরা, তনু সরকার কান্দি গ্রামের কয়েক শ’ পরিবার। ইজারা বাতিল চেয়ে উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজোট হয়ে এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন তারা।

যুগান্তর

Leave a Reply