শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্য নিহত

শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকার ওমপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. কামরুল নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। এ সময় আবুল হাসান নামে মোটরসাইকেল চালক আহত হয়। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল পৌণে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মো. কামরুল ফরিদপুরের নগরকান্দি উপজেলার সোনাতুন্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের ওমপাড়া ফুটওভার ব্রিজ সংলগ্ন নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের বেষ্টনীর সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে কামরুল নিহত হয়। এ সময় মোটরসাইকেল চালক আহত হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানার এসআই রাশেদুলের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. রাশেদুল জানান, বিজিবি সদস্যর মরদেহ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে। আহত ব্যক্তি চিকিৎসাধীন আছে।

নিউজজি

Leave a Reply