মুন্সীগঞ্জে নিখোঁজের ৭ দিন পর নারীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় নিখোঁজের সাতদিন পর নাজমা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত নাজমা বেগম জেলার সিরাজদিখান উপজেলার নাটেশ্বর দক্ষিণপাড়া গ্রামের মৃত আবুল শেখের স্ত্রী।

নাজমা বেগমের ভাতিজি আদিবা জানান, তার ফুপু মানসিক রোগী ছিলেন। গত ২৫ আগস্ট নিজ বাড়ি থেকে তিনি হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের এক সপ্তাহ পর শুক্রবার নয়াগাঁও এলাকায় একটি ডোবা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন অপমৃত্যু মামলা নেয়া হবে, তবে ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময় সংবাদ

Leave a Reply