মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারটি খাদের পানিতে পড়ে যায়। বাসের এক যাত্রী ও প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলার নিমতলা-সিরাজদীখান সড়কের রশুনিয়া এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কাকালদি গ্রামের মৃত হাকিম আলীর ছেলে মো. আজিজুল হক (৬৫) ও প্রাইভেটকারের চালক মো. সেলিম (৪২)। সেলিম ভোলার দৌলতখান উপজেলার জোয়ান নগর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে।
আহত দুজনকে প্রথমে সিরাজদীখান উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিরাজদীখান থেকে ঢাকাগামী সিরাজদীখান পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব-১৫-৩৫২৬) সঙ্গে ঢাকা থেকে সিরাজদীখানগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রে-গ ২২-৫৬৭৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি খাদের পানিতে পড়ে যায়।
সিরাজদীখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফজলুল করিম জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক।
সমকাল
Leave a Reply