মুন্সীগঞ্জের গজারিয়ার টেঙারচর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনার পানি। রোববার বিকেলে মেঘনার নদীর পানি বিপৎসীমার ৪ দশমিক ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে।
ক্রমাগত পানি বাড়ায় উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। সেই সঙ্গে তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত শনিবার গজারিয়া উপজেলার টেঙারচর পয়েন্টে বিপৎসীমার ৪ দশমিক ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে মেঘনার পানি প্রবাহিত হয়। অব্যাহত পানি বৃদ্ধির কারণে রোববার বিকেলে একই পয়েন্টে বিপৎসীমার ৪ দশমিক ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে মেঘনার পানি প্রবাহিত হয়।
স্থানীয়রা জানান, পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ রূপধারণ করেছে নদীর ভাঙন। প্রতিদিনই ভাঙছে নদীর তীর। বিলীন হচ্ছে বসতবাড়ি, গাছপালা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের অর্ধশত পরিবারের। কেউ কেউ ঘর ও মালপত্র সরিয়ে নিচ্ছেন। জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে।
মেঘনার ভাঙনের শিকার কালীপুরা গ্রামের সরাফত আলী প্রধান বলেন, ‘আমি দরিদ্র কৃষক। ১০ বছরে বাড়ি সরিয়েছি ছয়বার। এবারও ভাঙনে আমাদের বসতবাড়ি ও গাছপালা নদীতে চলে গেছে। দূরে কোথাও নতুন করে ঘর তোলার সামর্থ্য নেই। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।’
মেঘনা নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেশ শংকর চক্রবর্তী। তাঁর দাবি, গজারিয়ার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন তারা।
সমকাল
Leave a Reply