শ্রীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকার তাপস মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
একই এলাকার হিরু কাজী অভিযোগ করেন তাপস মোল্লা আমাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। তিনি আরো বলেন, ভাগ্যকুলের কামারগাঁও মৌজায় আরএস ৩০৬৯নং দাগের জমি নিয়ে প্রতিবেশী তাপস মোল্লা ও হিরু কাজীর সাথে বিরোধ চলে আসছিল। এনিয়ে মুন্সিগঞ্জ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। সম্পত্তি দখলে রাখতে নানাভাবে ভয়ভীতি দেখানোর পাশাপাশি আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। তাপস মোল্লার কারসাজিতে কামাল খান, লিটন শেখ, কাজী হাসান, টিটু, সম্ভু সরকার মিলে আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন।
তাপস মোল্লার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নানার ওয়ারিশ জায়গা ভরাট করতে গেলে হিরু কাজিরা বাধা দেয়। আমাদের মারধর করে টাকা দাবি করেছে। তাই মামলা দায়ের করেছি।
স্থানীয় ইউপি সদস্য শিপন বেপারী জানান, জায়গা নিয়ে বিরোধ আছে এটা সত্য। তবে কোন মারধরের ঘটনা ঘটেনি। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান আছে। একটি পক্ষ জায়গায়টি নিজেদের কব্জায় নিতে না পেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক চাঁদাবাজির মামলা করতে পারে। আমার জানামতে চাঁদাবাজির কোন ঘটনা ঘটেনি। এটা আশপাশের লোকজন জানেন।
নিউজজি
Leave a Reply