মুন্সিগঞ্জে একুশ বিক্রমপুর টঙ্গীবাড়ির উদ্যোগে বৃত্তি প্রদান

একুশ বিক্রমপুর টঙ্গীবাড়ি নামক সামাজিক সংগঠনের উদ্যোগে কাজী আব্দুস ছামাদ স্যার, নাসিরউদ্দিন আহম্মেদ স্যার নামের চতুর্থ শ্রেণি বৃত্তি (২০২২) প্রদান করা হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

এতে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একুশ বিক্রমপুর সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের সভাপতিত্বে এবং ডি এম বেলায়েত শাহীনের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন, শিউরক্যাশ এর সিইও ড. শাহাদাত খান, মুন্সিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাছিমা বেগম, টঙ্গিবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

২০২২ সালের ডিসেম্বর মাসে টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের চতূর্থ শ্রেনীর প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে ৫০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এই বৃত্তি প্রদান করা হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের নগদ ২ হাজার ৫০০ টাকা, ক্রেস্ট, সনদপত্র ও ফুল এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের নগদ ১ হাজার ৫০০ টাকা ক্রেস্ট, সনদপত্র ও ফুল প্রদান করা হয়।

নিউজজি

Leave a Reply