মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোম্পানির জায়গায় বালু ভরাটকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামে এ সংঘর্ষ হয়।
আহত মো. ফয়সাল (৩২), হোসেন (৩৫) ও মো. খোকনকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়া মো. মশিউর (২৩), লিমন (২২) ও শাওনকে (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে উপজেলার আনারপুরা এলাকায় কনকর্ড গ্রুপ অব ইন্ডাস্ট্রির জায়গায় বালু ভরাটের কাজে বাধা দেন ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের সমর্থকরা। এর একপর্যায়ে বালু ভরাটের কার্যাদেশ প্রাপ্ত ব্রাদার্স ইউনিটির মালিক মারুফ হোসেনের সমর্থকরা প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়।
ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম বলেন, ‘কোম্পানি যে জায়গাতে বালু ভরাট করতে চাচ্ছে, সেখানে একাধিক মানুষের জায়গা রয়েছে। যারা জমি বিক্রি করেননি। এছাড়া সেখানে সড়ক ও জনপথের জমিও রয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো আমার কাছে জমি রক্ষার বিষয়ে আসেন। তাই বালু ভরাটের কাজে বাধা দিলে হামলা চালানো হয়।’
ব্রাদার্স ইউনিটির মালিক মারুফ হোসেন বলেন, ‘গত কয়েকদিন ধরে শাহ আলম আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। বুধবার বালু ভরাটের কাজে গেলে তিনি আবারও চাঁদা দাবি করেন। এই সংঘর্ষ হয়।’
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সমকাল
Leave a Reply