গজারিয়ায় বাউশিয়া পাখির মোড় থেকে নতুন চাষী পাকা সড়কে বিভিন্ন অংশে খানাখন্দ কাদামাটির রাস্তায় পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ কয়লা বোঝাই ট্রাক পরিবহনে পাকা সড়ক এখন কাদামাটির সড়কে পরিণত হয়েছে।
কয়লা ব্যবসায়ীদের কয়লা সরবরাহের কাজে নিয়োজিত এসব ড্রাম ট্রাক ও ট্রাক চলাচলের কারণে নষ্ট হচ্ছে ৮টি গ্রামের হাজারো মানুষের চলাচলের এক মাত্র গুরুত্বপূর্ণ সড়কটি। এনিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ সড়কটি দিয়ে গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষী, বসুরচর, ভাষারচর, দত্তের চর, কদমতলী, গুয়াগাছিয়া, জামালপুর ও শিমুলিয়াসহ প্রায় ৮টি গ্রামের মানুষ চলাচল করে থাকে। জন গুরুত্বপূর্ণ এ রাস্তাটি শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বৃষ্টি আসলে কাদামাটিতে পরিণত হয়। ফকির গ্রুপ কোম্পানিতে ঢাকা থেকে মাল নিয়ে কাজী ফার্মের সামনে এসে কাদা রাস্তায় আটকা পরেছেন ট্রাক চালক সাইফুল মিয়া। নতুন চাষী পাকা রাস্তায় কাদার স্তুপ হয়ে আছে এই বিষয়টি তিনি না জানার কারণে দুর্ভোগে পরতে হয়েছে তাকে।
স্থানীয়রা জানান, এই সড়কটি দিয়ে গুয়াগাছিয়া ইউনিয়নের প্রায় ৮টি গ্রামের লোকজন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকেন। সড়কটি কাদার স্তুপে সীমাহীন দুর্ভোগে পরেছে হাজার হাজার মানুষ।
ভবেরচর থেকে আসা মোটরসাইকেল চালক মো. শাকিল মিয়া বলেন, বাউশিয়া পাখির মোড় থেকে কদমতলী গ্রামের উদ্দেশ্যে রওনা হই নিজের মোটরসাইকেল নিয়ে। কয়লার গদির সামনে এলাকায় পৌঁছানোর পর গাড়ি সামনেও নিতে পারি না, পেছনেও নিতে পারি না। যে পরিমাণ পিচ্ছিল কাদা হয়েছে রাস্তায় এ অবস্থায় কোন চালক গাড়ি নিয়ে সুস্থভাবে গন্তব্যে ফিরতে পারবে না। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে মেজর জসীম উদ্দিনের বাড়ি পর্যন্ত এসেছি। সমস্ত শরীর ও আমার গাড়ি সম্পূর্ণ কাদায় পরিপূর্ণ। তবে দীর্ঘদিন যাবৎ একটি অসাধু চক্র এই সিন্ডিকেট তৈরি করে পাকা রাস্তাগুলো নষ্ট করছে। দেখার কেউ নেই।
এই সড়কের প্রতিদিনের যাত্রী মোসলিমা বেগম জানান, আমার দেবেরে বৌ অটো উল্টে দুর্ঘটনা শিকার হয় তার পা ভেঙে গেছে সে এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়াও একাধিক অটোচালক জানান, সড়কটিরে বিভিন্ন স্থানে গর্ত বৃষ্টি পানি জমে প্রতিদিনই দুই একটি দুর্ঘটনা ঘটছে।
গজারিয়া নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ জানান, অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
নিউজজি
Leave a Reply