মুন্সীগঞ্জে উপজেলা বিএনপি’র এক সদস্যের নতুন কমিটি গঠন

মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপি’র এক সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে উপজেলার সাবেক সভাপতি মহিউদ্দিন আহমদের নাম ঘোষণা করা হয়। গতকাল দুপুরে সদর উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন শেষে দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ এ কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা বর্তমান জেলা বিএনপি’র কাণ্ডারি হিসেবে মহিউদ্দিন নামে স্লোগান দিতে থাকেন। তবে সাধারণ সম্পাদক হিসেবে একাধিক পার্থী ছিলেন। কোনো একজনের নাম ঘোষণা করলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় এ পদে কারও নাম ঘোষণা করা হয়নি। সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির ঢাকা বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, জেলা বিএনপি’র সদস্য সচিব কামরুজ্জামান রতন ও আহ্বায়ক কমিটির সদস্য একে এম ইরাদত মানু প্রমুখ।

আব্দুস সালাম আজাদ বলেন, সকাল থেকে উৎসব মুখর পরিবেশে সদর উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সেখানে নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলন শেষে দুপুরে সভাপতি হিসেবে সদর উপজেলার আহ্বায়ক মো. মহিউদ্দিন আহমেদের নাম আসে।

এ ছাড়া এ পদে আর কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাওয়া যায়নি। তখন সর্বসম্মতিক্রমে মহিউদ্দিন আহমেদকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। তবে সাধারণ সম্পাদক পদের জন্য একাধিক প্রার্থী ছিলেন। সমস্ত দিক বিবেচনা করে সাধারণ সম্পাদক প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। পদ প্রত্যাশীদের ৪-৫ দিন সময় দেয়া হয়। তারা আলোচনা করে একজনের নাম দিবেন। আমরা তার নাম ঘোষণা করবো, তা না হলে নির্বাচন করে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। এর আগে ২০১৬ সালে সদর উপজেলায় সব শেষ সম্মেলন হয়। সে কমিটিতে বর্তমান সভাপতি মহিউদ্দিন আহমদ সভাপতি ও মাহবুব হোসেন সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মানবজমিন

Leave a Reply