শ্রীনগরের কৃতি সন্তান দেশবরণ্য বাউল শিল্পী আবুল সরকার আর নেই

শ্রীনগরের কৃতি সন্তান দেশবরণ্য সুফী বাউল-কবি শিল্পী বড় আবুল সরকার আর নেই (ইন্না লিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা শিয়াচর এলাকার নিজ বাসবভনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদীয়া গ্রামের মো. কফিলউদ্দিন সরকারের ছেলে।

স্থানীয়র ইউপি সদস্য মো. তোফায়েল আহমেদ জানান, মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও ভক্তবৃন্দ রেখে গেছেন। বাউল শিল্পী আবুল সরকার দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তার মৃত্যুর খবরে পৈত্রিক বাড়ি সুরদীয়া গ্রামে শোকের ছাঁয়া নেমে এসেছে। মরহুমের লাশ ফতুল্লাতে দাফন করা হবে।

কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবু দেশবরণ্য বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজজি

Leave a Reply