মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দলের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক পদে মো. সাইদুল ফকিরকে নির্বাচিত করা হয়।
গত শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শহরে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় সদর উপজেলা বিএনপির কার্যালয়ে দলের কাউন্সিলদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিতি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. বেনজির আহম্মেদ টিটু।
এদিকে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম এই নবনির্বাচিত সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইদুল ফকির কে ২ সদস্য বিশিষ্ট করে মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন।
পিডিএস/আরডি
Leave a Reply