শ্রীনগরে বিক্রমপুর হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে আর্থিক জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিক্রমপুর হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামক একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঝুমুর হল রোডে অবস্থিত ওই হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অনিয়ম করার অপরাধে পৃথক দুটি মামলায় হাসপাতাল সংশ্লিষ্টদের সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। তিনি জানান, জনস্বার্থে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তোহা মোহাম্মদ শাকিল, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি, ও শ্রীনগর থানা পুলিশের সদস্যবৃন্দ।

নিউজজি

Leave a Reply