মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন ও ডহরি-তালতলা খালে বালুবাহী বাল্কহেড চলাচলে নির্দেশ অমান্য করে অবৈধ ড্রেজার দিয়ে চলছে কৃষি জমি ভরাটের রমরমা বাণিজ্য।
নির্দেশ অমান্য করে নিয়ম-নীতি তোয়াক্কা না করে এক শ্রেণির অসাধু একাধিক সিন্ডিকেট ড্রেজার দিয়ে অবৈধ বালু ভরাটের মাধ্যমে গিলে খাচ্ছে কৃষি জমিসহ সরকারি খাসজমি খাল, জলাশয় ও পুকুর ভরাটের মাধ্যমে উপজেলার মৎস্য ও শস্য ভান্ডার।
উপজেলার কলমা ইউনিয়নের ডহরি-তালতলা খাল সংলগ্ন ডহরি নওপাড়া ও পদ্মা নদীর তীরে ১ নং হয়ে গাওদিয়া ইউনিয়নজুড়ে ৭টি অবৈধ ড্রেজারের মাধ্যমে এ বাণিজ্য চলছে।
এ কারণে বর্তমানে চাষাবাদের কৃষিজমি কমতে শুরু হয়েছে, হুমকির মুখে পড়েছে চাষাবাদ এবং পরিবেশও তার ভারসাম্য হারাচ্ছে।
জানা যায়, চলতি মাসে গাঁওদিয়া ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট করায় দুই অবৈধ ড্রেজার মালিকেকে জরিমানার নগদ অর্থও আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার সারেজমিনে দেখা যায়, উপজেলার ডহরি-তালতলা খালের হাড়িদিয়া আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন খালের পূর্বপাড় ডহরি-নওপাড়া গ্রামে কুদ অফিসের পাশে ১টি ও গাঁওদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ঘুরে দেখা গাঁওদিয়া বাজারের পশ্চিম পাশ থেকে শুরু করে সড়কের ওপর দিয়ে হাড়িদিয়া পর্যন্ত ৬টি ড্রেজার পাইপ বসিয়েছে ড্রেজার ব্যবসায়ীরা। বাল্কহেড দিয়ে বালু এনে তা ড্রেজারের মাধ্যমে পানির তোর দিয়ে ও পাম্প করে এলাকার বিভিন্ন কৃষি জমিতে পাইপের মাধ্যমে পাঠাচ্ছে। এছাড়া ড্রেজারের বিকট আওয়াজে অতিষ্ঠ হচ্ছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান, ড্রেজার ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদেরকে কিছু বলা যায় না। রাতদিন এই ড্রেজার মেশিনের শব্দে বাড়িতে ঘুমাতে পারি না। বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করতে পারে না। খালে একাধিক বাল্কহেড চলাচলের কারণে খালের পাশের বাড়িগুলো ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষথেকে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে, আর অবৈধ ড্রেজার ব্যবসা বন্ধ করে কৃষি জমিগুলো রক্ষা করুক।
ডহরি নওপাড়া গ্রামের ড্রেজার ব্যবসায়ী সুজন শিকদার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে অনুমতি নিয়ে ডহরি-তালতলা খালে বাল্কহেড দিয়ে বালু এনে ড্রেজার চালাচ্ছি।
এ বিষয় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ড্রেজার চালাতে কারো অমুমতি দেয়া হয়নি৷ কেউ যদি কৃষি জমি ভরাট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার বলেন, বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ইনকিলাব
Leave a Reply