মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ ঘর থেকে যুথি আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ইমামপুর ইউনিয়নের চর সাহেবানী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
যুথি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে। এ বছর সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করে।
স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে তার মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিবাহ করেন এবং কয়েক মাস পর বিদেশে যান। এরপর থেকেই সৎ মায়ের সঙ্গে যুথির বিবাদ লেগেই থাকত। সম্প্রতি সৎ মায়ের উপর অভিমান করে যুথির ছোট ভাই নানা বাড়ি চলে যায়। এ অবস্থার মধ্যে সোমবার দুপুর ১২টার দিকে যুথির শয়ন কক্ষের জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এক প্রতিবেশী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
যুথির নানা রবিউল আউয়ালের অভিযোগ, ‘এই ঘটনার জন্য সৎ মা পান্না আক্তার দায়ী।’ তাকে খুন করা অথবা আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রবিউল আউয়াল বলেন, ‘এ বিষয়ে সৎমা পান্নার বিরুদ্ধে তারা থানায় লিখিত অভিযোগ করা হবে।’
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টি আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
দৈনিক বাংলা
Leave a Reply