গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ‘কয়েকটি চক্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে কিছুদিন ধরেই ছিনতাই করে আসছিল। আজ দুজন আটক হলো। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অপর ছিনতাইকারীকে আমরা আটকের চেষ্টা করছি।’
মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় দুইজনকে আটক করেছে জনতা। এ ঘটনায় মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান আরেকজন ছিনতাইকারী। পরে দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জে গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটক দুইজন হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও আবুল হাসেম ওরফে রুবেল ও কুমিল্লার তিতাস উপজেলার নাদিম হোসেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী পিকাপ চালক আবদুল হক বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় পিকাপ থামিয়ে নামি। ওই সময় মোটরসাইকেল নিয়ে আসা তিন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে পিকাপে কী মালামাল আছে তা জানতে চায়। তখন তারা ধমক দিয়ে আমার ও হেলপারের কাছ থেকে দুটি মোবাইল সেট, নগদ ১৩ হাজার টাকা ও গাড়ির কাগজপত্র ছিনিয়ে নেয়।
‘এরপর ছিনতাইকারীরা থানায় যাচ্ছে বলে পেছন থেকে পিকআপ নিয়ে তাদের অনুসরণ করতে বলে।’
পিকাপ চালক জানান, তিনি প্রাথমিকভাবে ধারণা করেন ওই তিনজন পুলিশ সদস্য নয়, ছিনতাইকারী। পিকাপ নিয়ে পেছন থেকে তাদের ধাওয়া দিলে ছিনতাইকারীরা ভাটেরচর বাসস্ট্যান্ড দিয়ে মধ্য ভাটেরচর বাজার এলাকায় ঢুকে যান। ওই সময় বাজারে থাকা লোকজন দুইজন ছিনতাইকারীকে আটক করতে পারলেও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান আরেকজন।
পরে স্থানীয় লোকজন তাদের সংঘবদ্ধ পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। আহত অবস্থায় দুই ছিনতাইকারীকে হাসপাতালে নেয়া হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে আহত অবস্থায় তাদের দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশের জিম্মায় দিয়ে দেয়া হয়।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ‘কয়েকটি চক্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে কিছুদিন ধরেই ছিনতাই করে আসছিল। আজ দুজন আটক হলো। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অপর ছিনতাইকারীকে আমরা আটকের চেষ্টা করছি।’
নিউজবাংলা
Leave a Reply