স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক: বিচারের দাবিতে বিক্ষোভ

মুন্সিগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের জন্মদিনের অনুষ্ঠানে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিহতের স্বামী নাদিম হোসেনসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজনরাসহ স্থানীরা।

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় স্থানীয় কয়েক শতাধিক এলাকাবাসী।

পরে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নিতে চাইলে পুলিশ সুপার তাদের সুষ্ঠু বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

এতে অংশ নেওয়া ভুক্তভোগীদের অভিযোগ, গৃহবধূ রোমানা হত্যার ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখনও মামলার প্রধান আসামি অভিযুক্ত নাদিম দেওয়ানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত ১২টার দিকে মুন্সিগঞ্জের বাঘাইকান্দি এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের জন্মদিনের অনুষ্ঠানে স্ত্রী সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূ রোমানাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তার স্বামী নাদিম দেওয়ান। পরে ঘটনাস্থল থেকে রোমানাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেইল

Leave a Reply