মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নাশকতার মামলার আসামি ছাত্রদলের এক কর্মীকে থানায় নেওয়ার পর ছেড়ে দিয়েছে পুলিশ। তাঁর নাম শিমুল সরকার সাদ্দাম। শুক্রবার দুপুরে ভবেরচর বাজার এলাকা থেকে ধরে থানায় নেওয়ার কিছুক্ষণ পর ছেড়ে দেয় পুলিশ।
গত ২৮ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনিবাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার আসামি সাদ্দাম। তিনি ভবেরচর গ্রামের আবুল কালামের ছেলে এবং ভবেরচর ইউনিয়ন ছাত্রদলের কর্মী।
এজাহার সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর রাতে মিনিবাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পরদিন মামলা করেন বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী আবু সুফিয়ান। সাদ্দাম ওই মামলার ২৬ নম্বর আসামি। গতকাল দুপুরে ভবেরচর বাজার এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যায় গজারিয়া থানা পুলিশ। এর কিছুক্ষণ পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লোকমান হোসেন সরকারের দাবি, শিমুলকে থানায় নেওয়ার পর তদবিরের কারণে ছেড়ে দেওয়া হয়েছে।
গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, শিমুল সরকার সাদ্দাম অপরাধী নন। নাম বিভ্রাটের কারণে ২৯ অক্টোবর করা নাশকতার মামলার এজাহারে তার নাম ঢুকে গেছে। উপজেলা ছাত্রদল নেতা হানিফ প্রধান সাদ্দামের জায়গায় তাঁর নাম এসেছে। সার্বিক দিক বিবেচনা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুমন দেব জানান, আসামি ছেড়ে দেওয়ার বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সমকাল
Leave a Reply