মুন্সীগঞ্জে বিচারকের আদেশ নকল, ইউপি সদস্য কারাগারে

মামলা থেকে রক্ষা পেতে নির্বাহী হাকিম এবং পেশকারের স্বাক্ষর ও সহিমোহর জাল করার অভিযোগ ওঠে ইউপি সদস্যের বিরুদ্ধে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিচারকের আদেশ নকল করা মামলায় এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার লৌহজং আমলি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক ইফতি হাসান ইমরান শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন জানান।

আসামি শ্রী শংকর চন্দ্র ঘোষ (৫৫) লৌহজং উপজেলার উত্তর হলদিয়া গ্রামের প্রয়াত রাধ্যেরশ্যাম ঘোষের ছেলে। তিনি হলদিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

মুন্সীগঞ্জের লৌহজং আমলি আদালত থেকে শ্রী শংকর চন্দ্র ঘোষকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

মামলার বরাতে জামাল উদ্দিন বলেন, “উত্তর হলদিয়া গ্রামের সাধন সরকারের স্বাক্ষর জাল করে তার ব্যাংক হিসাব থেকে ১২ লাখ টাকা তুলে নেন শংকর।

“এমনকি সাধনের নামে হলদিয়া বাজারের একটি জায়গার জাল কাগজ তৈরি করে নোটারি পাবলিকের মাধ্যমে লিখে নেন তিনি।”

তিনি আরও বলেন, “এ নিয়ে গত বছর শংকরের বিরুদ্ধে একটি জালিয়াতি ও প্রতারণার মামলা করেন সাধন সরকার। সেই মামলায় জামিনে ছিলেন তিনি। পরে শংকর তার ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

“এদিকে শংকর মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে নির্বাহী হাকিম ও আদালতের পেশকারের স্বাক্ষর ও সহিমোহর জাল করে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।”

পোস্টটি মামলার বাদী সাধন সরকার আদালতের নজরে আনলে শংকরের বিরুদ্ধে গত জুলাইয়ে আরও একটি প্রতারণার মামলা হয় বলে জানান তিনি।

এই বিষয়ে বাদী পক্ষের আইনজীবী কাজী নজরুল ইসলাম অসীম বলেন, মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন। মঙ্গলবার আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

বিডিনিউজ

Leave a Reply