আলুর দাম কেজি প্রতি ১০০ টাকার উপরে নিতে কারসাজি করেছিল সিন্ডিকেট সদস্যরা। এমনটাই অভিযোগ করেছেন মুন্সীগঞ্জের আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন।
সময় সংবাদকে তিনি বলেন, হিমাগারগুলোতে এখনও বিশেষ কিছু ব্যক্তির আলু মজুদ রয়েছে। তারা বাজারে পর্যাপ্ত পরিমাণে আলু না ছেড়ে ফায়দা লুটছে। যদি এবার ভারত থেকে আলু আমদানি না হতো তাহলে আলুর দর ১০০ টাকায় উপরে উঠতো। সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে প্রশাসন আন্তরিক নয় বলেও অভিযোগ করেছেন তিনি।
কৃষি বিভাগের তথ্যমতে মুন্সীগঞ্জের ৬৩ হিমাগার সংরক্ষিত বীজ বাদে ২৯ হাজার ৬৮৭ মেট্রিক টন খাবার আলু মজুদ আছে। এছাড়াও এ বছর জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০ লাখ ৫৬ হাজার মেট্রিক টন। ৩৪ হাজার ৩৪৬ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে এবার ৬ হাজার ৩৮৭ হেক্টর জমিতে আলু রোপণ হয়েছে।
জেলায় পর্যাপ্ত আলু মজুদ এবং ভোক্তা পর্যায়ে ট্রাকে করে ৩৬ টাকা ধরে আলু বিক্রি চালু রাখার পরেও বাজারে সরকার নির্ধারিত দরে মিলছে না তা। যথাযথ মনিটরিং না থাকায় হিমাগারে সর্বোচ্চ ২৭ টাকার স্থলে ৩৭ টাকা এবং খুচরা বাজারে সর্বোচ্চ ৩৬ টাকার স্থলে ৪০ থকে ৪৫ টাকায় আলু বিক্রি হচ্ছে। সিন্ডিকেট যেন কোনো কিছুকেই তোয়াক্কা করছে না।
ভারত থেকে যদি আলু না আসতো সিন্ডিকেটের লোকরা কি পরিমাণ যে ফায়দা লুটত, এমনটা উল্লেখ করে শিক্ষক দিলীপ দে বলেন, আলু সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তি জরুরি। কিন্তু প্রশাসন তা কেন করছে না, সেটিই প্রশ্নবিদ্ধ।
জেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এম এ কাদের মোল্লা বলেন, আলু সিন্ডিকেটের সঙ্গে রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা জড়িত। কোন হিমাগারে কার কত হাজার বস্তা আলু মজুদ আছে সবই দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু কেন তারা পার পাচ্ছেন, আর ইনকাম ট্যাক্সের দায়িত্বশীলরাই বা কেন ভূমিকা রাখছে না, প্রশ্ন তোলেন তিনি।
কাদের মোল্লা আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কৃষি বিপণন বিভাগ এবং নিরাপদ খাদ্য বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তাদের তৎপরতা চোখে পড়ছে না। সরকারের এত অধিদফতর থাকা সত্ত্বেও এখনো কেন আলুর দর নিয়ন্ত্রণ হচ্ছে না, তবে কি সিন্ডিকেট প্রশাসনের চেয়েও বেশি শক্তিশালী?
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ডক্টর আব্দুল আজিজ সময় সংবাদকে বলেন, সাধারণত নভেম্বরের মাঝামাঝিতে ব্যাপক আলু লাগানো হয়। তবে এবার পানি কম হওয়ার জন্য আলু কিছুটা আগে লাগানো শুরু হয়েছে আমাদের এখানে। আমাদের এখানে আলু হারভেস্ট হওয়ার আগেই দেখা যাবে উত্তরবঙ্গের আলু বাজারে চলে এসেছে। নভেম্বরের শেষের দিকে বাজারে নতুন আলু চলে আসবে। তখন আলুর বাজার যে অস্থিরতা সেটা আর থাকবে না। তখন পুরাতন আলুর চাহিদা কমে যাবে। আমাদের জেলার কোল্ড স্টোরেজে সংরক্ষণ অন্য যেকোনো জেলার চেয়ে বেশি, তাই এই জেলার হিমাগার পর্যায়ে আলুর দরের ওপর দেশব্যাপী আলুর দর সাধারণত নিয়ন্ত্রিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান সময় সংবাদকে বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় প্রতিদিন ৩৬ টন আলু মুন্সীগঞ্জ জেলায় আমরা ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করছি। ভোক্তার কাছে আমরা পৌঁছে দিচ্ছি। মানুষ যাতে আলু সাধ্যমতো কিনতে পারে। আমরা সদর উপজেলায় উদ্যোগ নিয়ে প্রতিদিন ট্রাকে করে ছয় টন আলু বিক্রি করছি। তাই আলুর বাজার অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তারপরেও যদি কোনো সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়ী আলুর দাম বাড়িয়ে দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
ইউএনও আরও বলেন, আমরা খুব কঠোরভাবে উদ্যোগ নিচ্ছি একটা তালিকা তৈরি করে দেবো। কোনোদিন কোন কোল্ড স্টোরেজ থেকে আলু বের করবে এই ব্যবস্থা নিচ্ছি। এই তালিকা বাধ্যতামূলকভাবে মানতে হবে। সঙ্গে ট্যাগ অফিসারও সবকিছু সরাসরি তদারকি করছেন। আশাকরি শিগগিরই আলুর দাম নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা নিয়মিত আমাদের মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি এবং ট্রাক সেলের মাধ্যমে ৩৬ টাকা কেজি আলু বিক্রি করা হচ্ছে।
সময় সংবাদ
Leave a Reply